Tuesday, December 1, 2009

আসর শয্যা সাজাইয়া ডাকি আমি কাতরে





এশকে এলাহী ভক্তিহীন গীতিকা-প্রথম খন্ড







আসর শয্যা সাজাইয়া ডাকি আমি কাতরে ,
বন্ধুরে নিজ গুনে দেও দেখা আসরে ।।

তোমার আশিকানে আকুল প্রানে বিনয় করে তোমারে ।।
বন্ধুরে নিজ গুনে দেও দেখা আসরে ।

১।তুমি হইয়া দয়াবান,কর আসরে যোগদান
    চরণ ধুলি দান করিয়া শান্তি কর কাঙ্গালেরে ।।
    বন্ধুরে নিজ গুনে দেও দেখা আসরে ।

২।করি নিবেদন আস পাক পাঞ্জাতন ।
   সেবিতে চাই পাক চরণ অধম গুনাগারে ।।
   বন্ধুরে  নিজ গুনে দেও দেখা আসরে।

৩।না দেখ্‌লে তোমায় আশিক মারা যায় ।
    নয়ন জলে সাতার খেলে বিচ্ছেদের সাগরে ।।
   বন্ধুরে নিজ গুনে দেও দেখা আমারে ।

৪।তুমি দয়ারি সাগর আমি তোমারি পাগল
   দয়া কইরা প্রেম সাগরে ডুবাইয়া দেও আমারে ।।
  বন্ধুরে নিজ গুনে দেও দেখা আমারে ।

৫।দেখিলে তুমারে , সকল দুঃখ যায় দুরে
    ভক্তিহীনে এই আসরে চায় তোমারে দেখিবারে।।
   বন্ধুরে নিজ গুনে দেও দেখা আমারে ।

0 comments:

Post a Comment

Powered by Blogger.
 

Related Posts

Blogroll

Web Directory

free counters

My Bloglist

এশকে এলাহী ভক্তিহীন গীতিকা Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template